দশ মার্চ দুই হাজার বারো
দুপুর দুই ঘটিকা তেরো
ভেদ করেছো মায়ের উদর
মুখে ছিল হাসির আধার


পৃথিবীর আলোর মিছিলে ছড়ালে তুমি
আকাশ ভারী কান্নায় মৃদু কম্পন ভূমি
স্পর্শ তোমার দুহাত জড়ায়ে বুকে হলে ঠাই
তাকালে তুমি নেত্র মেলিয়া মধুর শান্তি পাই


দুহাত তুলিয়া শোকর করিয়া আকাশ পানে দেখে
আল্লাহকে বলিলাম ডাকিয়া, সুস্থ্য যেনো রাখে
প্রদীপ জ্বালায়ে রাখিনা আর হৃদয় মাজার প্রাংগনে
আলো ছড়িয়ে দিচ্ছিস আমার বুক পাজরের অংগনে


সেই হতে আজি কত দিয়েছিস সুখ বনাম দুখ
শত কষ্টেও ভুলিয়া যাই দেখিলে নিস্পাপ মুখ
তোর গায়ের গন্ধ সেরা পারফিউম লাগেনা কেনা অর্থে
তুই না শুইলে পাশে (আমি না থাকলেও) ঘুম আসেনা বিনা শর্তে


বেচে থাকিয়া শুভ্রতা ছড়াও পৃথিবীর কঠিন বুকে
মহত হৃদয় জাগ্রত করিয়ে এগিয়া যাও লক্ষ একে একে
মায়ের দোয়া, স্নেহ  আর বাবার রয়েছে শাসন ভালবাসা
মানুষ হওয়ার বাসনা ছাড়া নেইতো বহুত আশা


ভাল থাকিস বাবা তুই ভাল রাখিস মোদের দিয়ে আবরণ
শত সহস্র সংগ্রাম পেরিয়ে সোনালি স্বপ্নে হউক বিশ্ব বিচরন
ভাল কাজে হয়ো অগ্রগামি,খারাপ হউক সরা
তুই আমাদের হৃদপিন্ড ,দুই পাজরের হাড়ে গড়া,


#শুভ_জন্ম_বার্ষীকি
#তোসিফ_তাহসীন_আলীফ
আমার বড় সন্তান