কাটছে বেলা একেলা একেলা
।। শয়নে স্বপনে দেখি একি খেলা
।।।।।। বিরহ বধনে বেধেছি বুকে জ্বালা
।।।।।।।  বিহনে বসিয়া গেথেছি দুখের মালা।
।।।।।।।।। যাতনায় মিশে গেছে যে প্রান
।।।।।।। সে প্রানে নেইতো পিছুটান
।।।।কেবলি নয়নের জলে বাধি গান
।।সিক্ত হয়ে রিক্ত করে হই প্রশ্নবান।
বেদনায় ঝরে তিক্ত অশ্রুজল
।।।।কপালের ঘামে ভেজে ভ্রুকাজল
।।।। আকাশ ভেংগে নামে বৃষ্টির ঢল
।।।।।।কচিপাতায়  জমে শিশির করে টলমল।
।।।।।।। মৌনতায় চুপি চুপি খুজি যে সুখ
।।।।।।।।ভাবনায় দেখি শৈল্পিক এক মুখ
।।।।।।।যা দেয় হৃদয়ে কেবলি নিরন্তর দুঃখ
।।।ভেসে যায় জলস্রোতে জীর্ন এ বুক।
বিষাদের অনলে এদেহ পুড়ে হয় ছাই
।।। ফাগুনের গগনে দেখিবার না পাই
।।।  ভাবি যতই তবু ঠাই নাই তার ঠাই
।।।।।।। আসমানের তারার মাঝেও খুজিয়া বেড়াই।