তেজপাতা আর  লাইফ
একসুত্রে গাথা
সংগ্রামে সংগ্রামে যাহার
হারিয়েছে মস্তকহীন মাথা


চিৎকার করিতে চাহিয়া
করিতে পারিনা সৎকার
সহিসায় মরিতে চাহিয়া
মরিতে পারিনা ফুৎকার


অধুনা ভন্ড সমাজের শিক্ষায়
সামাজিকতায় নেই নিয়ম  চরিত্রে
কুন্ঠিত হয়ে  নতজানু করি ভিক্ষায়
সীমাহীন ক্লেশ  চয়ন করি ধরিত্রে


উৎকর্ষতায় দুর্লব পেখম মেলে বাস
করি লম্ফ হাসি অট্টনিনাদ
হিনমন্বতায় মেখে সর্বজনে সাজে
ধব্বনিতে বাজে শীর্ষ আর্তনাদ


মুর্খামিতে  জুড়ি নেই অতিশিক্ষায়
পাষণ্ডী ছলকাক ডাকে ফিকে হেসে
মত্যালয়ে কীর্তিনাশা হস্তখানি
ছিন্নহস্ত বাড়িয়ে ইস্পিত গেলে ফেসে


রীতিবিরুদ্ধ না হয়ে আর রক্ষে বুঝি নাই
শুদ্ধাচারিণী করুণানিধান বিবেধ ভুলি তাই
সুষমাময় দোলাবিচল ক্ষন্ডিত ভবিষ্যৎ
অন্বর্থ চারতার্থ করে ভালবাসায় নাই ঠাই