মেঘ ঘুর গুর মেঘ গুরগুর মেঘ উড়ে যায়
গগনে চিৎকার হৃদয়ে লাগে ভয়
মেঘের অপাড়ে মেঘের দেখা বজ্র হুংকার
কখন যেন ভাংবে আকাশ ঝন ঝন ঝন ঝড়


ঘন মেঘের অশনীকেত দিচ্ছে ভয়ের ডাক
কখন জানি কালবৈশাখি দেয় হাক
বইছে বাতাস তীব্রবেগে উড়ছে ধুলিকনা
কাশবনে আনমনে ভাবছি  ভাবনা


বৃষ্টি এলো ভিজে গেলো মেঠো রাস্তায় কাদা
কৃষক বধুর ছুটাছুটি ধান শুকানে বাধা
গ্রাম্য ছোকরার একদল নেমে গেলো মাঠে
যুব ললনা দৌড়ে পালায় ভেজা চুলে ঘাটে


আকাশের জানালা খুলিয়া
।।।।।।।।   বৃষ্টি তুমি ছুয়ে দিলে মন
ক্লান্ত শরীরে পরশ বুলিয়ে
।।।।।।।।। দাওগো প্রেম আরও কিছু ক্ষন,