ঘুম স্বপ্নেরা উধাও হয়েছে দুচোখের অদুর
স্বপ্নগুলো জীবন্ত আবিনাশি চোখজুগল নেশাতুর
বেচে থাকা স্বপ্নগুলোর তাই মন ভালো নেই
অপমৃত্যু হয়েছে কিছু স্বপ্নের কল্পনার রাতেই
বেচে আছে কেবল আশাভংগের সুখ রজনী  
আছে ঘুমাচ্ছন্ন, বিরামচিহ্ন হীন প্রেমপতংগ সজনী
কাদেঁ স্বপ্ন রাতভ্রমরার অসহ্য বিলাপে
কাটে রাত্রিপ্রহর স্বপ্নের সাথে কল্পনার আলাপে
বলে প্রলাপে আকাশের সাথে দিবো আড়ি
যন্ত্রনার ঘুমের সাথে অদেখা স্বপ্ন দেয় পাড়ি
স্বপ্নেরা নিয়েছে কেড়ে যাতনার ঘুম
নাচে পালক উচিয়ে বিরহী গানে ধুম
তবুও কানে বাজেনা শব্ধ সমাহার
তৃষ্ণার জলে বাধি সুখের আধার।
স্বপ্নদের মস্তকস্থিত দেখানো পথে ফিরে আসে সুখ বারেবার
তবুও উধাও ঘুম আসেনা ফিরে চোখেরপর্দায় কিঞ্চিত যাতনার
চেষ্টা অবিরাম পরমাদৃত ঘুমের জন্য বন্ধ তাই দুচোখের পাতা
খুলতে বড়ই বেমানান লাগে জীবন জীবিকার খাতা
খামে ভরে মলাটে মুড়িয়ে ঢাকি এ দেহের কিয়দাংশ
রাখতে চাইনা স্বপ্নের সাথে হিসেবের কোন ভগ্নাংশ।
স্বপ্নঘোর কাটেআলোর মিছিলে ডাকে যখন কানামাছি
স্বপন গুলোর আত্ত্বায় যবনিকাপাত ঘুমহীন রাত্রী মিছেমিছি।


আলতাফ
1 ডিসেম্বার 2019.
রাত্রি যখন 2:55


ট্রেনিং ফ্যাক্ট
।।।।। কিয়েক্টাবস্থা---শিখি


প্রশিক্ষনের ফাকে ফাকে লাগে পেটে ক্ষুধা
সব বিষয় বুঝিনা বেশি নাই তত মেধা
কখনও নিরস শিখন পঠনে ঘুম দেয় বাধা
ক্লাশের ফাকে আচমকা ধরে স্যার ধাধা।


অবসর সময় কাটে ফেসবুকি,গল্প আড্ডায়
ঘুরিফিরি দলবলে যাই হাতিরঝিল বাড্ডায়
আনমনে কেউ ভাবে প্রিয়ার মুখ থাকে চাটগায়
কেউ থাকে লেখাপড়ায় হবে গ্রুপ ফার্স্ট বয়


যাবে বিদেশ ছেড়ে স্বদেশ এই বড় আশায়
ক্লাসে তাই মনোযোগী অনেককে দেখা যায়
ঘুম চোখে ঝিমিয়ে গেলে চা কফি খায়
লেখে কবিতা,গল্প, ছাপা হবে স্বরনীকায়


তিনবেলায় শক্ত খাবার দুবেলা পাই নাস্তা
খাবার সরবরাহীর প্রতি নেই কারো আস্তা
সব সময় দেয় সে খাবার যেটি সস্তা
খেতে হয় পশম সহ মুরগীর ঝোল আর নাই রাস্তা


প্রতিবাদে লাভ নাই ক্ষুধা আছে পেটে
রান্না যেমনি হউক  তবুও খাই চেটে পুটে
ডালে দেই এক চুমুক চামুচ দিয়ে ঘেটে
হজমে নজর নাই কসরত করিনা হেটে


আর কি লিখি ভাই
আরামে আছি ভাবে পরিবার
যেটুকু অবসর পাই
তাদের জন্য পুড়ে হই ছাড়খার


আসেনা ঘুম তোমাদের ছাড়া
ভালো থাকো বউ বাচ্চা আছো যারা।