আমি রক্ত মাংসে গড়া এক শয়তান
আমার আছে দোষ পাহাড়সম ময়দান
তবে দিনশেষে আমি নিস্ব: তুমি ছাড়া
তাই হতে পারিনা দুর আকাশে তারা
যদি না থাকতো আমার পিছুটান
হেসে খেলে গাইতাম পরোপারের গান।
যত পারো অপবাদ দাও আমায়
দুঃখ অবসাদ নেই একটুও
যত পারো অভিযোগ দাও আমায়
ভেংগে যাবোনা একটুওও
শুধু ফিরে দাও আমার ভালবাসা
নইলে হৃদয় ভাংগবে সবটুকুও।


এসব ভেবে
প্রতি রাতে ঘুম ভাংগে কাকডাকা ভোরে
আজব ভাবনায় ভাবি কেনো আমি বুহুদুরে
তোমা হতে সহস্র মাইল পেড়িয়ে পথের ধারে
একলা বসে আকাশ দেখে তোমায় মনে পড়ে
মনে হয় আছো তুমি আমার হৃদয়টা জুড়ে
কিন্তু অপবাদের অনলে জ্বলে অংগার হই মন পুড়ে
ভেংগে যাচ্ছে পাজড়ের হাড় অসহ্য এক ঝড়ে
কখনও তাই ভাবি গতি পাল্টিয়ে যাই পরোপারে
তখন
চোখের কোনায় আসবে জল আমি গেলে মরে
দেখবোনা সে জলের পথ কোনদিকে যায় গড়ে
বুঝবে তখন একলা থাকার সর্বনাশা হারে
আসতে চাইবে মন তখন স্বপ্নডানায় চড়ে
তখন কি আর পাবে আমায় আপন ঘরে
তখন তবে বাচবে কেমন করে?
থাকবে বেচে আচলে মুখ চেপে ধরে
মন খারাপের গান শুনবে ক্লান্ত অবসরে
শত আহাজারির এপথ ওপথ ঘুরে
আসবে  তখন একলা হাতে দুঃখ নিয়ে ফিরে।