কিছু নেই বাকি, হিসেবের খাতাটা ফাকা
চলার পথ ছিলনা মসৃন ছিল আকাবাকা
যা চাওয়ার ছিল, যত ছিল ভাগ্যে লেখা
কোন অপুর্নতা নেই তবুও সুখের নেই দেখা।


একটা  ছোট নদী ছিল বুকে কষ্ট ভরা জলে
সেইখানে বসত করে মনের নোংগর ফেলে
মনের মাঝি বৈঠা ঠেলে দুর অজানায় চলে
নিশব্ধে আসন পেতে বুক ভেজায় সে জলে।


ভরা পুর্নিমার রাতে খুজি একফালি চাঁদ
সাথে একাকি বিষন্ন তারা ভরা নীলছাদ।
একটা নদী ছিল বুকে  চলে আকাবাকা বয়ে
সেই পথেতেই পরে থাকি ছোট ঘর বানায়ে।


সেখানে খুজি হারিয়ে যাওয়া একটি ফুল
যে ফুলের সৌরভে মোহিত গগনের নীল।
নীলাভ্রু নীল ফুলে বেষ্ঠিত সমগ্র দেহকোষ
কিয়দাংশ ফাঁকা নেই  হৃদয়ংগমে অবশেষ।