পথচলা কণ্টকাকীর্ণ দুস্তর দুর্গম
আছে বহুবিধ অগনিত সংগী চিরন্তন
দুঃখের সহস্র অংশীদার হয় সঙ
জ্বলে অগ্নীর লেলিহান স্ফুলিঙ্গ
বিরোধ সব বিধ্বংসী রুপান্তর
কেপে উঠে জ্বালাময় অন্তর
পিছু কিছু অপলোকে দেখিবার প্রাতে
ইশারায়  বিদ্ধ  কুঠারের আঘাতে
যুদ্ধাংহী সমাজের নিস্তার নিরবতা
ক্ষত সংগীতে গাই ভারসাম্যতা
নেত্র মেলিয়া প্রাপ্তযৌবন পায় শুন্যতা
বক্ষে করি ধরণীকে ধারণ
চরণের তলে পিষ্ট, হয় মরণ
শত সহিষ্ণু নির্বাক এ ধরণী
বিমর্ষ রক্তের বিরামহীন স্রোতস্বিনী
বয়ে যায় শিরা উপশিরায় উপত্যাকায়
প্রকম্পিত হয় মৃদু ভয়ানক যন্ত্রনায়
ভাবলেশহীন হয়ে হই অস্থির
জীবন হয় সংগ্রামী মন্থর
নিদারুন কুন্ঠিত হীনমন্যতা
পথচলায় অবগাহন হয় শুন্যতা
অফুরান অভিসম্পাতে দগ্ধ
এ ধরিত্রীর বিদগ্ধসমাজ হয় মুগ্ধ
রম্য হাসির উৎকট মহাগন্ধ
প্রকম্পিত হৃদয়ের  মহাসিন্ধু
অবলীলায় মস্তকখানী নম্র করে প্রনাম
ব্যাথাতুর জীবন্ত মনের হয় মরণ


কবিতা ক্রেডিটঃবাস জার্নি।।।