সুরেলা কন্ঠে গাও প্রানের গান অবেলায়
এলোকেশে বেনীবেধে যাও বেড়াতে মেলায়
বেনীতে গুজিও সচ্ছ লাল গোলাপ
আমায় ডাকিও মেলায় হবে দুটি আলাপ
।।।।।
যদি হয় গো  দেখা মনের সংগোপনে
বলবো কথা যা হয়নি বলা তপোবনে।।।।।
শাড়ীর আচলে মায়ার বাধনে বাধিও আমায়
ভালবাসার অমিয় সুধায় ভরিবো তোমায়
।।।।।।
তোমার লাজুক হাসিতে  ভরে  যাবে বুক
স্পর্শে তোমায় বদলে দেবো সুখ
লুন্ঠিত তোমার ঔষ্ঠ যুগল হবে সুর্য লাল
কুন্ঠিত হয়ে দংশিত হবে আমার রাংগা সকাল
।।।।।
তোমার সিক্ত কেশের গন্ধে ভাসাই আমার প্রান
প্রভাতফেরী আসে তরী গাই হৃদয়ের গান
ললাটে আকি চিনহ তোমার যোজন বিয়োজন
ভালবাসায় পাড়ি দিবো জীবন ও যৌবন
।।।।।।।।
কর্মব্যস্ত ঘামে আসক্ত ঘ্রানে আসে সুখ
কাজল কালো চোখে আলো মিষ্টি তোমার মুখ
মায়ার ছায়ার পরশ বুলায়ে আমায় দিয়েছো আলো
দূর থেকে তাই হাতছানি দেই  মানিয়েছে তোমায় ভালো
।।।।।।।।