অন্তরে বিষ ঢেলে ইচ্ছে হচ্ছে খাই
আসিয়াছি যেথা হতে সেথা চলে যাই
কারনে অকারনে হরহামেশায় এমন চাই
যেন সকল বিপত্তি হতে স্থায়ি মুক্তি পাই


ছাপোষা ছোকড়ার দুটো প্রান আছে যেথাই
ডানে রাখি এক প্রান বামে অন্য প্রান বসাই
হাস্য চোখে নিস্পাপ মুখের দিকে তাকাই
খুজে পাই যে সুখ,সে সুখ অন্য কোথাও নাই

হাপিয়ে উঠেছে তৃষার্ত প্রানখানি
কিছু ব্যাথায় পড়ে চোখের পানি
বিষিয়ে উঠেছে দেহের তাজা রক্ত
উম্মাদে করি পন ইস্পাত শক্ত


পাগলমনায় ঘুরি আশেপাশে
গাল ফোলে শুকনো হাসি হেসে
জীবনের তাসের ঘরে আমি কে??
ননীর পুতুল। যেমনে ইচ্ছে তেমনে নাচি যে
সত্য মিথ্যার নাইতো বিচার সবকালে
বিবেকের ধংশন হয় যে মায়াজালে


মুষরে গেছে সবকিছু মননে এবার
সইতে নাপারি তব এবালায় আর


স্বাক্ষী বিধাতা কিচ্ছুটি করিনি
কোন কালেই অন্য হাত ধরিনি
তুমি সর্বা একমাত্র দিয়েছি এমন
এবিনা নেই ভীন্ন কোন আয়োজন
সংসার দীক্ষায় বারংবার হই দোষী
যাতাকলে পিষ্ট হয়ে হয় কষ্টের ফাসী
বয়স আর বাস্তবতায় আমি বড্ড বেমানান
অনুযোগ নিয়ে বেচে থাকায় নেই সম্মান
সেরা কিছু অপবাদ আমার শরীরে বইছে
শুধু পুষ্পযুগোলের কারনে তীব্রতা সইছে


এত অপবাদ প্রতিহিংসা আর নয়
দেহে মিথ্যা যন্ত্রনা আর না সয়
শেষ কোথায় বলতে কি পারো কেউ
হয়না ইচ্ছে শুনতে মিথ্যা ঘেউঘেউ
কুকুড় ছানার মত নেকড়ে মনে ভেবে
যা ইচ্ছা তাই বলে কয়ে যাবে
না আর নয় এর শেষ দরকার
মিথ্যা আর নয় ,নয় সত্য শেষ হবার।