ফোটেনি ফুল আজ
পলাশ কিংবা  কৃষ্ণচুড়ায়,
রোদ্রমাখা শোভিত সাজ
ঝলসানো সুখ  উষ্ণতায়।
।।।।।।
মাঠে ঘাটে চলি পথ
অপরুপ কি দেখিতে হায়,
সবুজ  মায়ায়  চলছে রথ
শস্য শ্যামল অবনীল তরুছায়।
।।।।
ঈশান কোনে মেঘ করছে খেলা
ঘর মুখী কৃষক পিছন ফিরে চায়,
মাঠে বসছে প্রান জুড়ানো  মেলা।
প্রিয়া তোমায় দেখিতে ইচ্ছা হয়।
।।।।।
মেঘে মেঘে আলাপ করে
দেয় যে কঠিন হুংকার,
প্রেম ভালবাসা সন্ধি বাড়ে
ভাংগে সুখ সাচ্ছন্দ্যের সংসার।
।।।।
শীষ মেরে যায় রাখাল ছেলে
জারী সারি ভাটিয়ালি গায়,
রোদ পড়েছে  মেঘের কোলে
তোমায় দেখিতে মন চায়।
।।।।
বৃষ্টি পরে টাপুর টুপুর
স্নান করিতে চায় মনে
নিশি রাত্রি কিংবা সন্ধ্যে দুপুর
সিক্ত করি ভালবাসায়, জয়ী তুমি প্রেমে।


কৃতিলজ্ঞতায় বন্ধুবর পি আই ও মাহাবুব এর অনুপ্রেরণা।