চির আর্তনাদে আছড়ে পরে ভারীমেঘ
তোমায় খুজতে সেথায় পেতে হয় বেগ
যদি পাইগো দেখা
ফেলে দিয়ে মনের ব্যাথা
দু বাহুর মাঝ খানেতে
চায় যে মন তোমায় টানিতে
পারো যদি আসিতে
ব্যাথার তীব্রতা পারিবে জানিতে
হৃদয় পুড়ে হবে ছাই
তোমার দেখা যদি না পাই
যত দুরেই থাকো বলো
আমায় নিয়ে সেথায় চলো
দেখবো তোমার জগৎটাকে
কথা হবে  ফাকে ফাকে
মনে আছে যে ভয়
করবো মিলে দুজনে জয়
পন করতে চায় মন
অপেক্ষায় থাকি আর কতক্ষন
ভেবেছো কি থাকবে সুখে
আমায় তুমি রাখবে দুখে
হও তবে করে পর
আমি গড়ি ভাংগা ঘর
যে ঘরে চালা নেই মাথায়
জ্বলে মরি মনঃ ব্যাথায়


ফুটেছে ফুল মধু বনে
ভালবাসি তোরে মনে মনে
যে কথা শুধু মন জানে
ভাব করবি আমার সনে


মধুর নেশায় মত্ত্ব মাছি
থাকতে চাই তোর কাছাকাছি
বলিনাকো মিছেমিছে
সব ভুলে তোর সাথে আছি


ধরি দুটো তোমার পায়ে
দিয়োনা আঘাত আমার গায়ে
পারবোনা সইতে পরবো নুয়ে
হৃদয় হবে ক্ষত ক্ষয়ে ক্ষয়ে।


ইহকালে দেখা নাইবা হলো
পরকালে যেন হয় দেখা মনে মনে বলো
সুখের দরজা বলবো তখন খোলো
পড়বে চোখের নোনা জল টলমল।