কি ভালবাসার রঙ ছড়িয়েছিলে
                পদ্মপাতার রঙয়ে,
কি ছলনার ঢং সাজিয়েছিলে
                 মন মাধুরীর ঢংয়ে।
।।।।।
কত জল গড়িয়েছে বুকে
                চোখে ঝর্ণাধারা ঝরছে,
শত ঢলে ভাসিয়েছে মনকে
               প্রানে স্রোতস্বিনী  বইছে।
।।।।।।
নেইকো আশা ভালোবাসার
              কৃষ্ণ কলি ফুলে,
নেই ভাষা আলো আশার
              ব্রম্মপুত্রের কুলে।
।।।।।।।
বহু ক্রোশ পেড়িয়েছি পথ
           কৃষ্ণচুড়ার খোজে,
পাখির কুহুতানে সকাল সাজাই
            বটবৃক্ষের মাঝে।
।।।।।
লক্ষভেদী চক্ষুযুগল যেথায়
           খুজে পায়নি সখা,
শত আহাজারি আকাশ ভাড়ী
           তবুও মেলেনা দেখা।
।।।।।।।
কোন আড়ালে তুমি কাশবন হয়ে
             সৌন্দর্য শোভাও তুমি ফুলদানী হয়ে,
গহীন বনে  মনমাল্য সাজিয়ে
             ডাকছো আমায় প্রাতে  হাতছানি দিয়ে।
।।।।।।।
সময় গড়িয়ে চড়াই উৎড়াই পেড়িয়ে
              ওই বালুচরে যাহার বাস,
পিঞ্জিড়ায় চড়িয়ে মনের দোলায় দুলিয়ে
              তোমাতে করিলাম বাসর বাস।
।।।।।।।।
সংক্ষেপিত