শান্তির ভাবনা
শান্তির রং নীল সবুজের মতই
থাকে হৃদয়ের অতলে,
অন্তর্জাল গহবরে,
অনুভবে কিছুটা চেনা গেলেও
বাস্তবে কঠিন এক বাস্তবতা ,
যা যাপিত জীবনকে অবধারিত ভাবে শিখিয়ে দেয় পৃথিবী ভ্রমান্ডের চির চেনারুপ
তাই এর রং সাদা শুভ্র হয়না।
ফ্যাকাসে হয়।
ঘসেমেঝে ঝকঝকে তকতকে
করা দরকার হয় বৈকি।
দেখতে যেমনি হউক অন্ধকারে
আরও বিধঘুটে মনে হয়।
তাই শান্তির আলো প্রজ্জলিত যেন থাকে
সবার মনে।
পৃথিবী আলোকিত হউক সর্বাজ্ঞে।
কুলষিত সমাজ হউক বিতাড়িত।
ভন্ড, নষ্ট, প্রতারকের নাকে ক্ষতচিনহ একে অবাঞ্চিত করা শ্রেয় মনে হয়।
জুলুমের প্রতি শক্ত প্রতিধ্বনি বাজুক হাওয়ায়।
যেন তীব্রবেগে আঘাত করে শীরোচ্ছেদ হয়।
শান্তির জন্য অসহ্য হয়ে উঠেছে বিশ্বভ্রমান্ড।
সহসায় এহেন যাতনার বিষে বিষাক্ত
ছোবল হতে মুক্ত হবে তা অবিনিশায় বলা যায়না।


বোকা ভাবনা


বোকার স্বর্গে গিয়া জড়ি মেকি প্রশ্নবানে,
এড়ায়না চোখ পিপিলীকার মিস্টির ঘ্রানে।
সাড়ি সাড়ি গুটি পায়ে চলে একই পথে,
মিলেমিশে ভাগাভাগি থাকে এক সাথে।
চলিতে পথে সেথায় আঘাতে হয় গতিরোধ
পদপিষ্ট হয়েও থাকে সদা জীবন্ত নির্বোধ।


স্বপ্ন ভাবনা


স্বপ্ন সত্যি হবে যদি সেগুলো পবিত্র হয়
দেখো স্বপ্ন বেশি বেশি হবে হবেই জয়
স্বপ্ন থাকে বহুদুরে হয়না চোখে দেখা
শত স্বপ্নের ভীরে যায়না মনে রাখা