করোনা-তৃতীয় বিশ্বযুদ্ধ- আমি
দ্বিতীয় বিশ্বযুদ্ধ,বায়ান্ন,কিংবা একাত্তর দেখিনি
আমি সংগ্রামী কিন্তু অস্ত্র চালনা শিখিনি
চেয়েছিলাম কোন যুদ্ধ হলে থাকবো মাঠে একান্ত
এলো,বাধলো, চলছে মরনপন এক যুদ্ধ দুর্দান্ত
কোন এক অজানা বিষে আছি সবিশেষ মত্ত
ময়দান ছেড়ে আবদ্ধ ঘরে করছি বিনোদ চিত্ত
মনে বড় ভয় কি জানি কি হয় দুঃস্বপ্নে কাটে দিন
একটু একটু করে বাড়ছে তীব্রতা প্রাণ হচ্ছে ক্ষীণ।
তবুও ঘরে বসে আছি আশায় যদি হয় পরিত্রাণ
বাচবো আমি বাচাবো পরিবার,সমাজের শত প্রাণ
আহব্বান তাই এ যুদ্ধ নিজের সাথে ঘরে থাকবার
দিবো প্রমান একাত্তরের ন্যায় সবাই আরেকবার।
হাতে অস্ত্র নেই,আছে প্রান রক্ষার মন্ত্র কতো
ধরিত্রী বাচাতে হাত রাখি জীবানুমুক্ত বেশি যত।
দিবোনা হাত মুখোমন্ডলে অযথা নোংড়া হাতে
হাচি কাশি দিতে মুখ ঢাকবো দ্রুততার সাথে
জড়ুরী প্রয়োজনে বাইরে যেতে নাক,মুখ রাখি ঢেকে
প্রয়োজনে প্রয়োজন মেটাই সামাজিক দুরুত্ব বজায় রেখে।