কেন ভাবি এতো ভাবনায় ডুবি
কিসে লাভ আর কিসে ক্ষতি
জীবন বয়ে যেতো নীলজলের স্রোতে
হিসেবের খাতা যদি যত্নে রাখতাম।
ভাবনার নবনীলে তারাগুলো জালিয়েছে আগুন
সে আগুনে জলছি আর খুজছি সেই তোমাকে
যে তুমি বলেছিলে জোনাকীর আলোয়
শহুরে কোন রাস্তার ধারে অন্ধকারে
নিভৃতে বসে রাখবে হাতের উপড়ে হাত
বলবে এই তুমি কি ভাবছো এতো
কিসে লাভ আর কিসে ক্ষতি
চলো দুজনে আজ অদৃশ্য হয়ে হই একাকার
আকাশের তারা গুলোর সাথে মিশে যাই।
মিটিমিটি নিজেদের আপন রং এ জ্বলে উঠি
আমাতে কিংবা তোমাতে অতি গোপনে
বলি কেন কি ভাবছো এতো  বসে আপন মনে
কিসে লাভ বা কিসে ক্ষতি ,কেন এই নিয়ে মাতামাতি
ভাবনার কালো মেঘে ভাসি দুজনে পাশাপাশি
চোখে চোখ রেখে শুভ্র বলাকাদের মত
ডানায় ভর করে দুর হতে দুরান্তরে ছুটি
আর ভাবি, কেনো এতো ভাবনা
খুজি কিসে লাভ আর কিসে এত ক্ষতি
এ যেনো কল্পোলোকে স্বপ্নের কাছাকাছি বসবাস
ফিরে ফিরে আসে গহীনের অন্ধকারে পিছনে পিছনে
কাশবনে বসে আনমনে চিন্তার ভাজে প্রশ্ন করো
অবাক হয়ে তাকিয়ে দেখি দু নয়নের জ্বলে
কপোলের কাল চুল ভিজায়ে আমায় বলো
কি ভাবছো এত, কেন এতসব ভাবনায় হারিয়ে যাও
ভাবছো কিসে লাভ আর কিসে ক্ষতি?
বৃস্টিভেজা সন্ধ্যায় নিদারুন আকুতি নিয়ে বসে দেখছো  নেমে আসা জলধারার শব্দের খেলা
ডেকেছো যেনো পাশে বসে জানালার ফাকে
শীতল জলে দুজনের দুহাত ভিজাই পরমআনন্দে
আর বলি কেনো এত ভাবনা , কিসের?
কিসে লাভ আর কিসে ক্ষতি??