মৃত্যুর আগে  হতাম যদি পাখি ।।।।।
পেখম মেলিয়া উড়িতাম আকাশে
বিশ্বভ্রমান্ডে বিচরণ করিয়া সুধাইতাম
আমি নিজেকে, হাসিয়া বলিতাম
আমি মুক্ত আজ জরাজীর্ণতা হতে,,,,
কুটিলতায় আর আমাকে ছোবেনা ইহকালে
সহস্র বছর কাটিয়া দিতাম গুহায়  অন্ধকারে
আলোর খবর জানিবার চেষ্টাও করিতামনা
সেখানে খুজিতাম নিজেকে নিজের মত করে
ভাবিতাম নিয়তির খেলায় আমি জয়শ্রী।
পিঞ্জর খুলিয়া আয়নায় মুখ দেখিতামনা
ছদ্দবেশি মুখোবয়বে  বিশ্বাস পেতামনা
পারতামনা দুমুখো ভাবে প্রকাশিত হতে
অবিশ্বাসের ছায়ায় বিলীন হতে হতে নিস্বংগতায়
নিজের ছায়াকে বড্ডবেশি স্বপ্ন দেখিয়েছি।
কন্ঠের এতবেশি ছন্দ হারিয়ে ফেলেছি।।।
স্বরলিপিগুলো আর মনে করিতেই পারিনা।
দেহের ভেতর ফ্রেমে বাধা পিন্ডগুলো নির্জিব
সর্বদাই নিথর হয়ে ভিতর হতে বলিতে চায়
আমি ঘুমোতে চাই, স্বপ্নঘুম, চিরদিনের তরে
শান্তির আলোকশিখায় জ্বলিতে জ্বলিতে।