নারী তোমায় কুর্ণিশ মায়ের তরে
ক্ষমা চাই মাগো আশির্বাদ করো প্রাণভরে
তুমি ছাড়া মাগো পৃথিবীতে কোন নারী নাই
যাকে  কোন পুরুষ ভয় নাহি পায়
নারীর ভয়ে পুরুষ অস্থির এই জনমের ঘরে
শুধু সয়ে সয়ে রয় অসীম ধৈর্য্য ধরে
কন্ঠরুদ্ধ পুরুষের নিশি হয় পার
অশ্রুজলে বালিশ সিক্ত ভাংগে মনঘর


হে নারী তুমি মা,তুমি বোন,তুমি স্ত্রী, তুমি সন্তান
তুমি কষ্ট দিওনা পুরুষেরে, রেখো সম্মান
তুমি কষ্ট দিলে ভুলে যাই তুমি কি মা?
নাকি মায়ের স্নেহের পরশ ভেদ করে
তুমি হয়ে উঠেছো অন্য উপমা
নারী তুমি সম্মানের তুমি চলার পথের যাত্রী
তোমার পথচলায় পুরুষ চৌচির  দিনরাত্রী
নারী তোমার চোখে পুরুষ শুধুই কর্মজীব
ইহা ছাড়া নাহি কিছুই সংসারে চিরঞ্জীব
নারী তুমি দাও পৃথিবীতে এনে বংশের ধারা
সহ্যশক্তিতে বলিয়ান তুমি আসমান জোড়া


চলছে