নীলাঞ্জনা
তুমি অই দূর আকাশের তারা
আপন আলোয় দুত্যি ছড়িয়ে
ভাসো পরম্পরা।


নীলাঞ্জনা
তুমি অই দূর নীলিমার ছায়া
আপন করে রাখো তুমি
ছড়িয়ে তোমার মায়া।


নীলাঞ্জনা
তুমি অই দূর সাগড়ের ঢেউ
গর্জে উঠা ঢেউয়ের তালে
খোজে তোমায় কেউ।


নীলাঞ্জনা
তুমি অই দূর পাহাড়ের চুড়া
আকাশ্চুম্বী স্বপ্ন ছোয়ায়
জীবন যৌবন ভরা।


নীলাঞ্জনা
তুমি অই দূর কিরনের আলো
ঝলক আছে নোলকে তোমায়
বাসে কেউবা ভালো।


নীলাঞ্জনা
তুমি অই দূর দুরন্তের পথচলা
কণ্টকিত সাজের মায়ায়
ফিরাও তুমি আমায় পথভোলা।


নীলাঞ্জনা
তুমি অই দূর রৌদ্রাকাশের পাখি
পেখম মেলে জুড়াও দেহ
বৃক্ষতলায় মেলে দুটি আখি।


নীলাঞ্জনা
তুমি অই দূর সীমানার প্রান্ত
ছুয়ে দেখে ফিরিয়ে দাও
অবিরত চেষ্টা প্রানন্ত।
।।।।।।।।।।।।।
লেট বাসায় ফেরা আজ( রাত ১১.৪৮)
নয়কো কোন কাজ
কেউ একজন বলেছিল
লেখ আমায় নিয়ে
চেষ্টা করে দেখলাম
অসাড় সময় পেয়ে।