আখি পল্লবে মম বহে   অশ্রুফোটা,
বিষাদের ছায়ায় নিষ্পেষিত ভষ্ম দালানকোঠা।
দুর্বার ক্লান্তিহীন দলছুট ছুটে চলা,
মুর্ছনায় যায়না তব বহুকিছু বলা।
।।।।!।।।।।।।
বিনিদ্র রজনীতে নেশাতুর চোখ,
অষ্পৃশ্যতায় ভরা ব্যাথাতুর মুখ।
আকাশের শত তারার শ্রান্তির ভীরে,
ছুটে চলি বহুক্রোশ ঠাইনাই তবু নীড়ে।
।।।।।।।।।।।।
কভু হেথায় বারিবারে ফিরে আসি নেশায়,
যবনিকায় পরিত্রাণ বসে ভাবি আশায়।
বদ্ধ খাচায় বন্ধী জীবন,প্রান যায় যায়,
ক্রুদ্ধ হয়ে সন্ধী করি, মরনের খেলায়।
।।।।।।
কর্ম করি ভর্মহীন ভাবি বসে মনে,
নম্র করি মস্তক নুয়ে প্রাণ ভোমরার সনে
মর্মহীন যাপিত জীবন কম্পিত সারাক্ষণ
আছে সব পিছে বসে মন করে আনচান।
।।।।।।।।।
নেই মন ভালবাসায় ঘৃণা ভরা চোখ,
সুখি হতে পারো তবে দেখো মৃত মুখ
ক্লেশহীন প্রেমে  মনে আকি  ছবি
হই যেন শ্রীহীন অবলা এক কবি।
।।।
ধ্যানহীন দন্দে ভুগে  করো আহাজারি
প্রান্ত ছুয়ে মুগ্ধ হয়ে করো পিড়াপীড়ি
নেই মন সারাক্ষন বিলাপ আনমনে
মিছে মায়ায় জুড়ায় এ প্রান, প্রনাম তোমার সনে
।।।।।।।।।


লিখছি।।।।।।।।কবিতা সহিয়া দু:খ ক্লেশ
আজ এ পর্যন্তই, লেখা হবে কাল অবশেষ।
বাচি যদি তবে লেখা যত হবে হবে
পাঠকের তরে কুর্নিশ জানাই লেখা পরিবেন তবে