আধার কালো নিশি রাতে
জেগে রই তারাদের সাথে
খুজি সুখ জোনাকির আলোতে
দেখি স্বপ্ন ইচ্ছে ঘুড়িদের মনেতে
কিছু আবেশ মনে জাগে
কিছু ফাগুন আসে তীব্রবেগে
ক্ষত চিনহ হয় বুকের মাঝে
বসেনা মন কোন কাজে ।
এবেলায় ছলনার চেষ্টা করি যতই
তারাদের মিলন হয়না কোন মতেই
তবুও চিরদিন তারারা থাকে পাশাপাশি
জোস্নার আলোতে করে হাসাহাসি
ঝিকিমিকি সুখ করে খেলা
তাই দেখে কেটে যায় মন আধার বেলা।
ভুলি যাতনা মন বেদনার যত ভেদ
অবেলায় সুখের দিনপুঞ্জি না করি বিচ্ছেদ


ওরা ক্ষনিক অতিথি আসমানের তরে
ভোরের আলোক উল্লাসে যায় দ্রুত সরে
চোখ বুজলেই আধার কাটে মনে ফোটে আলো
হউকনা শুরু নতুন করে সবার হউক ভালো।