অনুভুতির গভীরে অবগাহনে ভাসাই জীবন তরী
যেন উজান ভাটিতে চলা দেহনৌকা দিচ্ছে পাড়ি
মাঝে মাঝে মনে হয় জীবনের সাথে স্বপ্ন দেয় আড়ি
দুঃখ পেতে চায়না এ মন দুর্ভাবনায় মরিমরি।
অনুভুতির শিহরণে জাগে মনে শুন্যে চলা আশা
যেনো উত্তাল পাতাল ঢেউয়ে  মন ভুলানো হাসা
চাওয়া কষ্টগুলো জাগায় মনে প্রেম ভালবাসা
মনকথা মনে-বুকে রাখা সুখগুলো হৃদে বানায় বাসা।
অনুভুতির যাতনা গুলো বুঝি বড়ই নিষ্ঠুর হয়
যেনো গভীর রাত্রীতে মনের সাথে মন কথা কয়
ভ্রমরকৃষ্ণ গায় গান শুনতে ক্লান্ত মন কান পেতে  রয়
জীবনের স্নায়ুযুদ্ধে চেস্টা প্রানান্ত তবু লাগে মনে ভয়।
অনুভুতির পরশে দিনগুলো আজ বেদনায় ভারাক্রান্ত
যেন সহস্রাব্ধ বেচে থাকবার এক লড়াই চলছে অনন্ত
তবুও থামছে না গতিষ্ণু আবেগ অনুরাগে চলন্ত
রয়েছে রাতভর নিরাশার আকাশ নিলীমায় ঘুমন্ত।
অনুভুতিগুলো তাই আজ বসে নাই  অবহেলায়
ছুটছে দিক বিদিক মেতেছে এক দুরন্ত খেলায়
পরাজয় হবে যেনেও বিস্ময়ে ছুটে পালায়
যদি হয় অনুভুতির জয় মুকুট পড়াবে গলায়।