অপরুপা তুমি নীল পদ্ম অনন্যা
চেয়ে দেখি তোমায় প্রেমময়ী সুকন্যা,
দেখিতে চোখের পলক নাহি পরে
অপলকে তাকাই তোমার তরে।


ফুটিছে ফুল বাহারী কৃষ্ণ চুড়ায়  লীলাবতি
খেয়ালী প্রেমাতুর  তুমি রংগীন  প্রজাপতি,
ভ্রমর কালো কেশ তোমার, আকাশে উড়ছে
দেখিয়া মনের  সুখ আমার,বাতাসে ভাসছে।


চোখেতে কাজল মেখে তাকাও অপলকে
ঝুলছে একফালি চাঁদ উচু তোমার নোলকে,
কপোলের ভাজেতে ফুটিছে রেখা অজানা
কল্পনায় হারিয়েছো আমায় ভালবাসায় মানা।


ঔষ্ঠে আছে যাদু তোমার শুশ্রী সাদা দন্ত
মুখেতে লাজুকতা ভাবুক প্রানবন্ত,
মধুমাখা কন্ঠ তোমার বাজাও সুরের ঝংকার
সুরের ভেলায় ভাসি আমি,দেখে বাহারী  অলংকার।


পেশিতে নীরব শক্তি আছে বিশাল কাধ
হস্তযুগল মস্ত তোমার কর্মে বড় উম্মাদ,
চওড়া তোমার বক্ষে আছে  সুশ্রী সুপ্ততাপ
নজরকারায় লক্ষভেদী চোখে, পাই ভীষন উত্তাপ।


অসুম্পুর্ন।