আদর করিয়া আপনও ভাবিয়া করো অতি যতন
মনেতে তাই সুখেরি আবেশ রচিব  মনেরি মতন
অন্তরে আছে যত ব্যাথা রইবো সে যাতনা বেদন
তবুও করিবো সুখের পরশ বুলিয়া অরন্য রোদন।
উঠোনে আসন পাতিয়া বিহনে হৃদপুজোর আয়োজন
মনচেতনে মাধুরি মিশিয়া সজ্জিত যাহা কিছু প্রয়োজন
রোদ জোস্নায় স্নানোৎসবে অবগাহন অপেক্ষার প্রক্ষেপন
মধুমাখা হাসিতে ঝিলিক ফুটাইয়া হয়েছে হৃদয় উৎক্ষেপন
খানিক বেলা শেষে যখন সুর্যকিরনে উজ্জল যামিনী    ।। মাতিয়া মন জাগরনে উদগ্রীব কল্যানকামিনী
হৃর্দিক সুধাপানে কিঞ্চিত দুখাবয়বে মন হয় সুখাভিমানী
আকুলতায় ব্যাকুল হইয়া বসিয়া কাদে হৃদপিন্ড খানি।
কুহেলীকা কুহ কুহ আম্রকাননে বসিয়া বসিয়া ডাকে
পাশেতে বসিয়া নীল দিগন্ত  দেখিতেছি জানালার ফাকে
দুরপানে উড়িতেছে মেঘ,উড়িতেছে বলাকা ঝাকে ঝাকে
গ্রাম্য ছোকরার দল  হাটিতেছে মেঠোপথ বাকে বাকে।
চক্ষু খুলিয়া পেখম মেলিয়া তখন চায় এমন দিগন্ত ছোয়া
আলোক বর্ষ দুরে হলেও সুর্যমস্তক হবেনা তবুও নোয়া।
মনপবনের ঘোড়ায় চড়িয়া যাবো সহস্র মাইল পথ-বহুদুরে
প্রজাপতির মত পেখম নাচিয়া পাড়ি দিবো আকাশে উড়ে।