রাতের নিস্তব্ধতা কখনও অভিশপ্ত লাগে
যখন জোনাকিরা নিরব রাত্রী জাগে
তখন আমি নিদ্রাবিহীন গগনতলে ভীষন একা
নিশ্চুপ ঘন কালো অন্ধকারে চারিপাশ ফাকা
রাতের নির্জনতা ঝেকে বসে দুচোখের পাতায়
জীবনের দুঃসপ্নগুলো লিখি অনুভবের  খাতায়
রাতের আধারে খুজেফিরি সুখ অব্যক্ত পংক্তিমালায়
জীবনের বাকে বাকে সুখগুলোকে  হারিয়েছি হেলায়
রাত্রীর নির্জনে কামনার নেশায় যখন উম্মক্ত থাকে পক্ষিকুল
তখন আমি অনল প্রবাহে গা এলিয়ে নিরানন্দে খুজি ভুল
কখনও বাদল রাত্রীবেলা, বৃষ্টির শব্দে নিজেকে হারাই
যেন এক বিচ্ছিন্ন আকাশের নীচে একলা মন পুড়ে হয় ছাই
বাতাসে তখন চিৎকার শুনি, ভষ্ম মেঘ ভয়ংকর
আৎকে উঠি নির্জনতা ভেংগে , আমি একা
লিখছি।।।।।।।।