আজি এসেছে নবরুপে নব যৌবনের গান,
ভুলে যাও অতীত শংকুল যত অভিমান।
পুরা করে দাও প্রানে বৈশাখী দোলা,
জীর্ণতাকে দুরে সরিয়ে মন করো খোলা।
নতুন আলোয় আলোকিত করো ফিরে দাও প্রাণ ,
পুরাতন যত কালো ছিল ফেলে নাও পুস্প ঘ্রাণ ।
চারিদিকে আজি খুশির আমেজ বাংগালীর গায়,
ভিন্ন সাজে সেজেছে রংগীন আলোক শিখায় ।
প্রকৃতি আজি ভিন্ন করেছে অতীত সুর্যোদয়
হিমেল হাওয়া উষ্ণ হয়ে উৎসব বৃস্টি খরায়।
সাদা কালোয় গ্রাম্য সাজে সাজায় ললনার গাও ,
বৈশাখ মানেই পান্তা ইলিশে ইচ্ছেমত খাও।
আজি দুয়ারে একেছি আল্পনায় বর্ষবরণ,
প্রেম সমাজে খুশির দোলা মন করে হরণ।
আজি হতে দেখো নতুন স্বপন নতুন সোরতধারা
ভুলে যাও সব কষ্ট গুলো হয়ে নতুন অপ্সরা।
আজি হতে করো কল্পলোকে নতুন কলপনা
পুরোনো খাতা সব শুন্য করো ভুলো সব যন্ত্রণা।
আজি হতে ধন্য হউক শুরু হুক নতুন জীবন
সফলতায় ভরে উঠুক চলতিপথে প্রতিটিক্ষণ।