প্রকৃতি তোমায় খুজিতেছি বহুকাল
দেখিতে রুপের বাহারী সাজ
দুচোখ মেলিয়া দেখিবার কালে
লাগে মনেতে লাজ
তবু তনুতে ভরিয়া আবেগে জড়াইয়া
চলিতেছে দেখিবার কাজ
সে করিবেনা প্রবঞ্চনায় বঞ্চিত মোরে
তাই কপালে পরিবেনা ভাজ।
প্রকৃতি তুমি আসর করো আয়োজন
বসো তোমার বাসরী ঢালায়
মুগ্ধতায় ছুয়ে দাও একাকিত্বকে তুমি
জড়াও শুভ্রতার মালায়
বিমোহিত হইয়া খুজিতেছি কাননে
সেথায় বসিয়া শকুন্তলায়
তুমি আড়ালে বসিয়া করিওনা আহব্বান
রেখোনা দুরে দোদুল্যতায়।
প্রকৃতি তুমি হাসিয়া হাসিয়া করো
তোমার  ভীন্নরুপের প্রকাশ
দেখিতে ভাড়ী মনোরম মাঝে মাঝে
চাহিয়া দেখি নীলাকাশ
খুজি সুখ রুপের মায়াজালে
প্রাপ্তিতে নাই অবকাশ
তোমার রুপযৌবনে ভাসিয়া বেড়াই
পাইতে প্রেমের অভিলাশ।