মনেতে ছিল কালো মেঘের ছন্নছাড়া ছড়াছড়ি ,
জমেছিল বরফজল,হবে বর্ষন, এক পশলা ভাড়ী।
সন্ধ্যা মালতি ছুয়েছিলো মনে আলো আবছায়,
শুকনো পাতার শব্দে কড়া নাড়ে মন মায়ায়।
দিনশেষে নিশাচর পাখিরা ফিরে আপন নীড়ে,
তুই কেবল মায়ার বাধনে জড়ালে হৃদয় ঘিরে।
হৃদয়ে তাই হয়েছে আকুল বেদনা সংকুল ভুলে,
নোংগর ফেলেছি জোয়ারে ভরা গাংগের কুলে।
বেধেছি শক্ত মাস্তুল,গেড়েছি অতল গভীরে
ঝড় ঝঞ্চা আসুক যতই ভালবাসি প্রাণ ভরে।
বসে পাশে রাখো হাত কাধের সাথে  মিলিয়ে কাধ
চলি পথ নেই শপথ দেখি ভরা পুর্ণিমার চাঁদ।
কই কথা মন খুলে না রাখি মনে তীব্র ব্যাথা
করি যতন অতি আপন দুখসুখ আছে যত গাথা।
সই যে দুখ, পাইতে সুখ অনন্তকাল ধরে,
ভালবাসায় অটুট বন্ধন যাবো রেখে মরে।
শ্বাস প্রশ্বাস থাকে সতেজ তুমি থাকলে ভালো,
নিরাশার চাদরে টেনে ঘোমটা ফুটাই আশার আলো।
আগুন মশালে জ্বলে প্রদীপ আন্ধকার রাত্রীবেলা
নিশ্বাসে তাই বিশ্বাস পাই তোমার পাশে চলা।
ঝড় তুফান যায় বয়ে ভাংবেনা তবু মনঘর,
শুধু তুমি আস্থায় থেকো অবিচল,করোনা আমায় পর।
দুর হতে ইশারায় ভ্রু নাচিয়ে করো আহব্বান
দিবো সাড়া মন পাড়ায় রাখবো তোমার সম্মান।
যত দুরে থাকি বলো,মন পড়ে রয় ঘরে
আসি তবে মনেতে চায় পাগলা ঘোড়ায় চড়ে।