জীবনের লেনাদেনায় ভুলের মাশুল
বিবেকের আবেগে পাওনা হলো উসুল
অনবদ্য খেরোখাতায় লেখা শব্দমালা
হৃদয়ের গভীরে পেরেক ঠুকিয়ে মেরেছে তালা
চলার পথের প্রতি পাতায় মোটা লাল দাগে লেখা
কবিতা,থমকে দিয়েছে পৃথিবী চিনতে শেখা
প্রতিনিয়ত শিখি বিবেকের আবেগ দমানোর রীতি
স্মৃতি হয়ে থাকে নব্য সৃষ্ট  দুর্ভেদ্য শব্দের প্রীতি
বাধাহীন মুখের প্রলাপ ক্রুশিত করেছে মনের গহীনে
বাকরুদ্ধ ভাবনায় ডুবে, কপোল বেয়ে জল গড়ছে বিহনে
হস্ত সজল কপোলে আকি দুর্নামের ইতিহাসের চিত্রকর্ম
বুঝিনি জীবনবোধে নিত্য সংগ কিছু শব্দ সমাহারের মর্ম
বেচে থাকার জন্য বেচে থাকতে চাওয়াও পাপের সমাহার
এভাবে আর কত জমবে খাতায় বেদনার কালো পাহাড়
বেদনার তিক্ত জলে সাগড়ের নোনা জল মেনেছে হার
বাচার জন্যে সীমাহীন ধৈর্য্যে হচ্ছে সময় পার
হাড়ির চিটাগুড়ের মতো কখনও পরিত্যাক্ত মনে হয়
অবলা তিতা শব্দে পিঞ্জরে জাগায় চিত্তের ভয়
কটু শব্দের বিষেষণ হবে ঠাই জীবন নদীর আখ্যানে
বিষ্ময়ে মৃত্যু হবে নিছক,  দুর্বলচিত্তের অর্বাচিন প্রশ্নবানে৷


নির্ভেজাল স্বপ্নের মৃত্যু------


অবশেষে একটি নির্ভেজাল স্বপ্নের অপমৃত্যু হলো
কেটে গেলো ঘোর আমাবস্যার দিনগুলো
তবুও কাটলোনা অবিনাশি দুখ সুখের আলো
শুধু পিছনে রইলো একমেঘ হতাশার কালো।
স্বপ্নের আকাশে চাঁদ উঠেছিলো ক্ষণিকের তরে
চক্ষু মেলবার আগেই কাক ডেকেছিলো ভোরে
ভোর আকাশের মেঘগুলো উড়ছিলো দমকা জোড়ে
মেঘের আড়ালে ঢেকে সুর্য স্বপ্নগুলো গেলো মরে৷
স্বপ্নদের উকিবুকি হৃদয়ে মেলেছিলো ডানা
হঠাৎ মেঘ গর্জন সুখের বসতিতে দিলো হানা
চুর্ণ হলো পেয়ালায় ভরা সুখ জানা অজানা
রইলো বেচে পিন্ড খানি, তবে  শুধু সত্য বলায় মানা৷
স্বপ্ন গুলো কানে গভীরে কত কথা কয়
রাত জাগা নিরব পাখির মত রাজ্যের চিন্তা ভয়
ভবঘুরে হয়ে দেখা মেলে স্বপ্ন বসতির ক্ষয়
চিন্তার পাহাড়ে জমে থাকা সুখ ও নাহি সয়৷
একটি স্বপ্নের মৃত্যু কান্নাবিহীন
আবেগ উৎকন্ঠায় ভাবনা অর্বাচীন
অগোছালো দুর্ভেদ্য সামনের দিন
মাথা নুয়ে চলার পথও হলো ক্ষীণ৷