অজানায় ফেরি করি
গাই জীবনের গান
অচেনা জগত খুজি
পাইনা তো সন্মান


সত্যকে আড়াল করি
সুখের মাঝে বাস
মিথ্যায় জীবন গড়ি
দুখের সাঝে নাশ


দিবানিশি এ জগতটাকে
খুজছি ভেলায় ভেসে
দেখার নেশায় স্বপ্ন বুনি
পাখপাখালির বেশে


রাত্রি নিঝুম নেই চোখে ঘুম
জোনাকিরা হাসে
প্রভাত ফেরি চোখে আড়ি
প্রিয়া বধু পাশে


পুবাকাশের ললাটে মলাট মুড়িয়ে
সুর্য্য জাগার হাতছানি
ঘুমাতুরি কাথায় শরীর জড়িয়ে
আয়েশি গান গাও জানি


বাচুক এ প্রান কর্ম করি আপ্রান
বেড়িয়েছি তাই অজানায়
কোথায় গিয়ে পাই পেট পুড়ে খাই
চেয়ে থাকি অই দূর সীমানায়


ঊষা হতে নিশি গাই বিষের বাশি
সুখাতুর চোখে  শত দোষ
ঈশান কোনে বাকা ঠোটের হাসি
প্রেমময় হয়, হয়ে ঊঠে লাশ


নেই কোন আশা ভাল রুপী বাসা
হারিয়ে মান হয় প্রমান
মরিচিকায় দেবাতুর কবিতায় জাগে আশা
শুভদোয় নেই তবু হই অসম্মান।


প্রকৌশলী আলতাফ হোসেন
পি আই ও,  ডিডিএম
২২/০৭/২০১৮
সময় ৯:৫৯
জার্নী বাই বাস