মিছে  জল্পনায় কাল্পনিক স্বপ্ন যায় ভেংগে,
কাক ডাক ভোরে পাখিদের কলরবে ভাবি
পালক উচিয়ে জানালার ফাকে রাখা চোখে
দেখা মেলে পুর্বাকাশে রক্তিম আলোর রবি।
সুর্যরবির কিরণরাশি নিশ্বাস ফেলে বুকে,
ধরাধমে ঝলকদর্পণে দেয় দুরন্ত আলোর মিছিল
জীবন্তিকায় পদচিনহ একে ছুটে যায় সমান্তরালে
ঠাই নাই, নেই দুদন্ড ভাবনার  অবখেয়াল।
শুন্যে ভাসা মেঘের ভিতরে মেঘের ছুটোছুটি
দেখে ইচ্ছেরা পালক নাচিয়ে মিশে যায় অবলীলায়
বিহনে আসন সাজিয়ে বেলী বকুলের গন্ধ মেখে
ছুয়ে দেয়-অপার্থিব মোহমায়ার  অকুণ্ঠ আশায়।
মনোরথ ছুটে চলে বিচিত্রারাগ অন্নেষনে
বেখেয়ালে ভুলাপনে অসংগত মননে।


লিখছি---- প্রকৌশলী আলতাফ হোসেন