চারদিকে শুনশান নিরবতা
কিছুকাল পরেই ভাংবে নিশব্দতার
জেনে যাবে ধরা, অনাতিকালের চিরপরিচিত
শব্দের সমাহার নিয়ে হাজির হবে।
কি নেই তাতে,,, মনের আকুল হৃদয়ের ব্যকুলতায় জানিতে ইচ্ছা হয়, বলিতে ইচ্ছা হয়, শুনিতে ইচ্ছা হয়।।
অনুভবে হিয়ার মাঝে ডুবে আছে
স্রোতস্বিনী  বয়ে যায় ক্ষুর ধারায়
এক পলকের চেনা যাহা
হৃদ মাজারে গিয়ে হারায়

কি যে ছিলে কল্পনার নীড়ে
গেলে অসম জনপল্লবের ভীড়ে
চেনা ভ্রু কুচকে আড়ালে হারালে
অদৃশ্যতায় অপবাদের হাত বাড়ালে


ছিল না সেক্ষনে দৃশ্যমান পরিচয়
শুনেছি কত ভাষা জ্বালাময়
আষ্টেপৃষ্ঠে বেধেছি তা, হয়নি গাত্রদাহ
লৌহ কঠিন জীবনে থেমে নাই প্রবাহ


কতকাল পরে আজ সে কথা
বাজে কর্ণের শেষ অবধি
তারেই খুজি, নিয়ে অসীম  ব্যথা
জোৎস্না স্নাত রাত  নিরবধি


আমি তারেই খুজেই বেড়াই
সে আছে বলে আমার হৃদে নেই ভয়
যে রয়েছে ধরায় চলছে সংগ্রাম লড়াই
ক্লেশ নেই তাই প্রীত মনে সয়


আজকে আমার সুর ছুটেছে
বলিতে সে কথা
।।।।!।।।।।।।। ভালোবাসি !।।।।।।।।।।


কাদিয়েছো মোরে,,,,, তোমার অভীসারে।।।।। যাবো বহুদুর। কাদিয়েছো।।।।  তুমি মোরে