সব সুন্দরে মাঝে তুমি থাকো ভাল
জীবন হউক ভরা পুর্নিমার মত আলো
বিকাশিত হউক তোর জীবনের প্রতিটি ক্ষন
দুর হতে কেবল এই কামনায় বাধি মন
জানি আসবিনা আমার ডাকে কখনও
যত দুরেই থাকিস হৃদয়ে থাকবি তখনও
যে ধ্রুব মিথ্যায় আমি করি দিন পার
এদেহ প্রেমের শান্তিবিনায় পুরে ছাড়খার
যেটি সত্য মেঘদুত তা হবেনা প্রকাশ
মেঘে ঢাকা স্বপ্ন যেন নবনীল আকাশ
তুই নির্বিকার যেনেও থাকি নিশ্চুপ
ঝ্বলে ধুকে ধুকে প্রদীপ কাঠিতে ধুপ
শুধু জীবন হয় মরিচীকাময়
অগ্নীপিন্ডের ঘসায় হচ্ছে শুধু ক্ষয়
সময় হবে একদিন যে কথা হয়না বলা
সেদিন হবে বধির তুমি কানে দিবে তালা।
আমি আজও কেদে ভাসাই বুক
ক্ষমা করে দিও সকল ভুলচুক
শুধু চাই ভালবাসার অধিকার
মিথ্যে নয় সত্য তুই শুধুই আমার
দুর হতে আসিয়াছি তোর পথপানে চেয়ে
ভুলিয়া  গিয়াছি বাস্তব, দুখ মেটাই গান গেয়ে
কত কি সত্যি ভাবি অবাক কল্পনায়
ঘটেনা কিছুই অস্টপ্রহরে মিছে জল্পনায়
আকি ছবি হৃদয় তলে শিল্পির আল্পনায়।