দূর্বিষহ লাগে আঘাতের চিহ্ন দেখে
হৃদয় আঘাতের অস্পষ্ট উচ্চারণে
ঢেকে  যায় সুখ অবয়বের আবরণে
যেন আকাশের বুকে জমে থাকা কালো মেঘ
যেন ভেংগে দেয় দেহ জাগ্রত উদ্বেক
এ পথের যাত্রায় নিদ্রাহীন নিশি যেন অগ্নিলীলা
যেন পল্লবে ঢাকা সবুজের বুকে মরুর উষ্ণ খেলা