স্বপ্নেরা বাতাসে বাতাসে ডানা মেলে উড়ে
জীবনের পাতায় টপটপ শিশির জল পড়ে
ভেজা পায়ে নিভু নিভু কল্পনা যায় লড়ে
প্রাপ্তিতে উদ্ভাসিত হয়ে পুনশ্চ ফেরে ঘরে
কিছু স্বপ্ন উত্তপ্ত বালুকনার হৃদয়ে বাস করে
মনপটে ধুলিঝর মনে ডর ভাংগে ডানা পরে।


অবতলে অবশেষে হবে ক্ষয় কাংক্ষিত প্রভা
দেখা যাবে পুর্বাকাশে নীল আলোর আভা
হৃদয়ে অগ্নীলীলা যেনো আগ্নেয়গিরির লাভা
পুরে ছাই হয়না ঠাই মনাগুন যায়না নেভা
তাই পথে দেরী সোনার তরী ডাকে দুর্বার সভা
পাছে দেখা অপলোকে বিষন্নতায় ব্যাকুল মনলোভা।



শেষে রে দিয়ে ছ লাইন
ভা দিয়ে ছ লাইন