স্বর্ণা স্বর্ণা সুন্দরী স্বর্ণা
তরুময় চন্দ্রময় চন্দন বর্ণা
গোলাপ শাপলা বেলীর তরে
দোলনাতে দোল খায় স্বর্ণা
।।।
পড়ালেখায় নেই মন
করে শুধু গল্প
ঘুমানোটা পেশা তার
টেবিলে বসে অল্প
।।।।।।।।।
সারারাত ঘুমায় সে
সকালে তো স্কুল
স্যারের দেয়া লেখা গুলো
খাতায় তুলে না যে বিলকুল
।।।।।।
স্বর্ণা স্বর্ণা হাস্যময় স্বর্ণা
ছন্দময় ছলনাময় হিন্দোল বর্ণা
গানের সুরে তালে তালে
নাচতে জানে স্বর্ণা
।।।।।।।।
গোলাপের ন্যায় স্বর্ণাটা
আদরের কণ্যা
ভালবাসা পেয়ে সবার
হয়ে যায় হন্যা..
।।।।।।।
পড়ালেখায় স্বর্ণাটা
ফাকি দেয় প্রায়
স্কুলেতে মার খায়
এটাই তো শ্রেয়
।।।।।।
স্বর্ণা স্বর্ণা ভাল হও স্বর্ণা
সফলতা পেতে তুমি  হবে তড়িৎকর্মা
আলস্যতায় থাকলে বসে
ফেল মারবে অবশেষে
।।।।।।।।।
এভাবেই চলে তাহার
দৈনন্দিন কর্ম
বুঝবে তুমি বুঝবে তখন
জীবন সংগ্রামের মর্ম।।


আমার পলিটেকনিক লাইফে টিউশনি পড়াইতাম স্বর্নালী নামের ২য় শ্রেনি পড়ুয়া ছোট্ট মেয়েটিকে। তার কোন এক জন্ম দিনে এটি ছিল আমার দেয়া গিফট। আসলে তখন হাতে টাকার বড়ই অভাব ছিল। দাওয়াত পেয়ে চিন্তায় পরে গেলাম। রুমমেট হাফিজুর ভাই (প্রাইমারী স্কুলের প্রধান  শিক্ষক) এর পরামর্শে লিখে ফেললাম এই কবিতাটি। সেই ২০০২ সালে। আসলে দিনগুলো কতটা জটিল অংকের হিসাব মেলানো কঠিন। সেই জন্ম দিনে এটি নাকি সেরা গিফট ছিল।
এই কবিতাটি কিন্ত৭ ঝর্ণা কবিতার আদলে লেখা।


ঝর্না কবিতাটি এমন ছিল।।।।।সত্যেন্দ্রনাথ দত্ত


ঝর্ণা ঝর্ণা সুন্দরী ঝর্ণা
তরলিত চন্দ্রিকা।। চন্দন বর্ণা
অঞ্চল সিঞ্চিত গৈরিকে স্বর্ণে
গিরি মল্লিকা দোলে কুন্তুল কর্ণে
তনু ভরি যৌবন তাপসী অর্পণা
            ঝর্ণা।।।।