ফসলের মাঠ সবুজে ভরে গেছে
নব পল্লবের আগমন গাছে গাছে
ওরাও  ফিরে পেয়েছে প্রান
কৃষকের মুখে হাসি অম্লান
মধু অন্নেষণে ব্যস্ত মধুয়াল
আম্র মুকুলে ভরা  গাছের ডাল
প্রকৃতির রুপের  বদলে মনে আসে ভয়
কখনও ঝড়ের পুর্ভাসে থমকে যায় সময়
উল্কার বেগে বয়ে যায় গরম হাওয়া
তখন অপরুপ সবুজের মাঝে যায়না কভু যাওয়া


গ্রাম্য বধুরা এসময় বিস্তর সময় করে পার
বটের ছায়ায় বসে  চুলে বিলি কেটে সুখ দুখের গল্পে মাতে যার যার
রাজ্যের কথায় সকাল দুপুর বিকেল একাকার


চলছে।।।।।।।



নাও মোরে তোমার বাহু ডোরে  শক্ত মনবলে
ছিন্ন যেন করিতে পারেনা কেহ  ইহকালে
বাধনে বেধো, হাল ছেড়োনা মেঘ গর্জন যতই আসুক
পরিনতি কি হবে ভেবোনা তুমি,ভালবাসা তবু থাকুক
এ জীবনে যদি না হয় স্বপ্ন পুরণ
তোমাতে আমার হৃদয়



আমার পুনর্জন্ম হবে কবে
অসময়ে মরন হলে তবে
ফিরে আসবে পুর্বগগনে রবি
মরণের পরে স্মৃতিরাই হবে ছবি
জগতে আমার পুনর্জন্ম হলে
বহমান স্রোতে যাবো বহুদুর চলে
খুজবো অতীতে ফেলা আসা শত সহস্র ভুল
ভিরাবো তরী যেখানে শান্ত, নদীর কুল