কাটে নির্ঘুম রাত অজানা শংকায়
কুলহীন দিশারীরা ছুটে চলছে  লংকায়
ঝোপের আড়ালে জোনাকীরা মিটিমিটি হাসছে
দুচোখের স্বপ্ন গুলো দিকবিদিক বাস্তব খুজছে
মস্তডানায় ভর করে ঊড়ে বেড়াতে চায় এ মন
অস্পষ্টতায় বিড়বিড়িয়ে কালক্ষেপন হয় ক্ষন
মৌনতায় নুয়ে পড়া হৃদয়ের গহীনে
মানবযন্ত্র হয় ধ্বংসিত উচ্ছাসিত প্রানে
বটবৃক্ষের মত আর কতকাল থমকে রই
আর কত মিথ্যার শিকড়ে বাধি বল সই
পরতে পরতে সাজিয়ে রেখেছি  মিছা অহংকার
অকারনেই ঝরে পড়া শুকনো পাতার ব্যগ্র ঝংকার
রাজ্যহারা সীমাহীন আত্মবিলাপ ডুকরে কাদি চোখে
জ্বলহীন কান্নায় ভাড়ী হয়ে উঠে আকাশের মুখে


ঘুমহীন নির্ভেজাল জীবনে থেমে নেই সংগ্রাম
জীবন চলেছে বিস্বাধে,
উষা হতে নিষীথে


২১/০৬/২০১৮ খ্রি: সকাল ৯:০০ টা