আমার আমিতে প্রতিদিন মৃত্যু হয়
কাটেনা তবু অপরিমেয় বিস্ময়
ভাবনায় থাকে ক্ষত আর ভয়
কবে হবে আমার সত্যের জয়?
পড়বে আলোকশিখা শিশির সিক্ত ঘাসে
মিলবেনা দেখা আমায় পৃথিবীর আশেপাশে।
নিশ্চিত প্রয়ান দেখে হৃদয় কুটি হাসে
নিভু আলোয় পশ্চিম গগণে অন্ধকার ভাসে।
আমার মাঝে আমিতে নেই কোন দন্দ
কেউবা খোজে ঘৃণার ছলে ঘামে ভেজা গন্ধ
তখন বিশ্রী শর্রীর বলে এ কোন ছলনার দন্দ
হৃদয় মাঝে তখন দেখা দেয় অমসৃণ খানাখন্ধ।


আমি...............


আমি অলস অকর্মণ্য পারিনা কোন কাম
সাড়াদিন শুধু ঘুরিফিরি ঝরে গায়ের ঘাম
দিনশেষে শুনি এ পন্ড্শ্রম? নাই তার দাম
রোদে পুড়ে ফোসকা জমে হয় শরীরে হাম...।


আমি মিথ্যুক নির্বোধ পারিনা সবার মত কাজ
তাই ঊষার কালে শিশির ভেজা ঘাসে শরমে ফেলি লাজ
কথার প্রশ্নবানে ক্রুশবিদ্ধ হয়ে দেখি দেখি কর্কশ ঝাঝ
থমকে যাই নিরানন্দ পেটে মাথায় পরে বাজ।


আমি আম জনতা শরমে ধর্ম ভুলে যাই
হাসফাস চিরদিনের সংগী নিধারুন গান গাই
বাস্তবতা ভুলে অসাড় বিকেলে সুখ খুজি নাই
ভুলের কুলে মাথা নোয়াবার শক্তি নাহি তব পাই।


আমি অকাল কুষ্মান্ড মনে মনে বলি
ভুল করে ভুলে যাই সহস্র গানের কলি
শতাব্দির সেরা কৌতুকের মাঝে দিক যাই ভুলি
মৃত্যু হয় তবু আড়মোড়া মেরে কন্টক পানে চলি।