শুকনো পাতার  শব্দে কড়া নাড়ে
যে হাওয়ার কলধ্বনি
মর্মর ধনির পাল্টা আঘাতে অন্তঃপটে বাজে
যে গানের বাণী
সে গানের সুরের মূর্ছনায় হয়
ম্রিয়মান জীবনখানী
মহাকাল হতে অনন্তকাল চলছে জোয়ার ভাটায়
বিদ্রোহী স্রোতস্বিনী ।
ডাকছে যে শব্দ বাতাস-ঝিরঝিরিতে
দেয় হাতছানি,
চঞ্চলদৃষ্টি আপাতমনে স্বীয়দ্বার খুলে
চক্ষুযুগলে আনে পানি।


চলবে।।।।। কবিতার বানান সংশোধন


  


বাণী
মূছর্নায়


শব্দ
স্বীয় দ্বার