তারুণ্যে তরঙ্গ ঊঠেছে শেষবেলা
ছন্দে ছন্দে নেচে নেচে করে খেলা।
জয়ধ্বনি বাজাও মনে ভেবে  কল্পনায়
ছবি আকো  কবিতায় তুলির আল্পনায়।

ঘুমিয়ে কেনো তরুন তুমি আছো কোন কাননে
ওঠো জেগে দেখো মেঘ কালো হয়েছে ইশানে।
ভয় নেই ওরে বুকের পাটা শক্ত করো
স্রোতের বিপরীতে চলতে মাঝি হাল ধরো।
।।
রৌদ্রেরঝাঁযে ছারখার হও তবুও খুজোনা বটের ছায়া
শীতলের মাঝে নেই তো শীতল করোনা জীবনের মায়া।
অগ্নিতাপে দগ্ধ হও তবু চলবে হাতুরীর আঘাত
পিটিয়ে তুমি ভর্ম বানাও সয়ে শত ঘাত প্রতিঘাত।
।।।
ঘুমিয়েছো তুমি তবে পিছন পানে চাও
জয়ী তবে সংগী সজন হোচট তুমি পাও।
জাগো ভগিনী এই তো সময় বয়স হলো ত্রিশ
মাঠ পেরুলেই বনের দেখা অন্ধকারপ্রায় কৃষ।
।।।।
হাটো বহু পথ শিশির ভেজা ঘাসে  কিংবা মরুর বালি কনায়
নিঃশব্দে  কাটা ফুটাও পদপানে তবু এসো না ফিরে আঙিনায়।
তরুন তুমি রাত্রী পোহাও ফেলোনা চোখের জল
স্বার্থপর হও তবু দেখাও  শক্তি রাখো বাহুবল।
।।।।
তুমি পারবে পণ করো দৃঢ় প্রতিজ্ঞায়
তুমি হবে জয়ী সৃষ্টিকারীর আজ্ঞায়।
তুমি তরুন সময়কে করোনা হেলা,
তুমি সার্থক তবে হবে শেষবেলা।


তরুনদের উদ্দ্যেশ্যে,,,  যারা সামনের দিনগুলো নিয়ে মহাচিন্তায় নিমঘ্ন।।।।।। ওঠো তরুন।।।।


প্রকৌশলী আলতাফ
পি আই ও
০২/১০/২০১৮ খ্রি:, সকাল ১০ টা