মলাটে মোড়ানো পিচঢালা রাস্তার বাকে
তোমাকে খুজি
আড়ালে থাকি বলে দৃষ্টিপটে
না দেখার ভান করো বুঝি
ধু ধু বালুকালয়ের প্রতিটি কনায় কনায়
তোমাকে খুজি
চিক চিক দৃষ্টিভ্রমে পারোনা বুঝতে
তুমি রৌদ্রেরঝাঁজে
দিগন্তের অসীম সীমান্তে
তোমার বিশালতা খুজি
অনাহুত মেঘরাশির কারনে বাধাহত হও
বিষাদের মাঝে
ভরদুপুরে সুর্যরশ্নির উজ্জালতায়
তোমাকে খুজি
ঘুমন্ত দেহে অলস বিলাসে
রৌদ্রস্নানে ব্যস্ত তুমি কাজে
ক্লান্ত বিকেলে চায়ের আড্ডায়
তোমাকে বড্ড বেশি খুজি
ছায়া হয়ে অন্ধকারাবৃত হও
পাশে থেকেও অচেনা কোন সাজে।