কতদিন ধরে  কত পথে খুজছি তোকে
আসেনি আলো জানালার ফাকে
উড়েনি আকাশে শংখচিল ঝাকে ঝাকে
হয়নি দেখা হঠাৎ কোন রাস্তার বাকে


কতদিন ধরে আছি তোর অপেক্ষাতে
তুই আসবি একগুচ্ছ লাল ফুল হাতে
অজান্তেই হাতে হাত মিলাবো  তোরি সাথে
আনন্দোৎসবে দেখা হবে ভরা পুর্নিমা রাতে


কতদিন হলো  মনসমুদ্রে আসবি বলে
নির্ঘুম থাকি ভাবনায় বসতি গড়ি রাত্রি হলে
স্বপ্নে দেখি খোলাচোখে ধুম্র ধুসর মায়াজালে
রেখেছিস আমায় নিরব অযতনে তোর কোলে


কতদিন তোরে দেখিনি মনের সীমানায়
সীমানাহীন প্রান্ত ছুয়ে দেখোনি আমায়
নিশব্ধে  আড়চোখে তাকিয়েছো পথচলায়
বুঝিনি রংগীন হাসি হেরেছি তোর খেলায়


কতদিন হলো হাটিসনা আর পল্লী জনপথে
দেখিনা ঘুরতে তোকে ঘোড়ায় চালিত রথে
পিছন ফিরে দেখিসনা বসে কারো সাথে
চেয়ে চেয়ে দেখি আর তালি বাজাই দু হাতে


তোর ভাল হলেই ভাল
।।।।।।।।। না হবে  দেখা নাইবা হলো
আমার জীবন হইবে কালো
।।।।।।।।।।তবুও আশায় থাকাই ভালো