আজি হতে বহু বছর আগে
বেধেছিনু এ ঘর
সেই হতে আজবধি
করিয়াছো মোরে পর
।।।।।।।।।।
বহু ক্ষণ অতীত করিয়াছি
তোমারি অভিসারে
অতীতের স্মৃতির পাতায়
স্বপ্নেরা উকি মারে
।।।।।।।।।।।।
জীবন যৌবন হইতেছে পার
ভন্ড চাটুকারের প্রলাপে
কুলষিত মানব ধর্ম
বিশ্ব ভ্রমান্ড কাপে
।।।।।।।।।।
চোখ গুলো ছল ছল
জ্বলে টলমল
ভেজা কপোলের ভাজে
কষ্ট লুকিয়ে বলি চল
।।।।।।।।।
জ্যোৎস্না ভরা তিমির রজনীতে
দেখি না আজি তারা
দুহাতের বন্ধনীতে খুজিনা আর
দেহপল্লব, অমিয় সুধায় ভরা
।।।।।।।।।।।।
পিছে কিছুর আশায় বসে
খুজিনা পথের দিশা
যে পথ যেদিক দিকবিদিক
চলেছি মরু, পায়ের পাতায় ঠোসা
।।।।।।।।।।।
বিগলিত তপ্ত দগ্ধ প্রাণ
রক্তের লেলিহান শিখা
কষ্টেরা নষ্টের মুলে
ঘোরে না জীবনের চাকা
।।।।।।।।।।
থমকে গিয়ে দমকা হাওয়ায়
গাই জীবনের গান
দূর হতে শুনিতে কি পাও
মরনের পরে ফিরে আসিবে, যে প্রান
।।।।।।।।।।
নেশার টানে মেশায় যখন
স্রোতবন্ধ নদীর কুলে
মিনতি করি দু হাত উচিয়ে
ভাল থেকো ফিকে ফুলে
।।।।।।।।।।


আলতাফ
৯২/০৭/২০১৮
১০:১০ সকাল