মনবাগানে আজ নিশিথে প্রস্ফুটিত
রংবেরংয়ের ফুলকলি
মধুসৌরভে যৌবন এসেছে তাই
এফুল ওফুলে ঘুরছে অলি।
কি করে আজ মনের ব্যকুল কথা
আকুল হয়ে তারে বলি
ভালবাসি কৃষঞ্চুড়া তোরে
কথা কই মন খুলি।
ভ্রমপুঞ্জ  গুনগুনিয়ে গাইছে আজ
খুজছে আর ঘুরছে মাতোয়ারা সুরে
মধু নেশায় ব্যস্ত মনে শুনছে
শব্দের গহীনে প্রেমাশব্ধ বহুদুরে।
কোথায় যেনো থমকে আছে
যাপিত জীবনের গতি
দিকবিদিক ছুটোছুটিতে অন্ধ
অস্থির চাতুর নিরবধি।
সময়গুলো যেন স্বাভাবিক নেই
অবিমেশ্য আচরনে
স্বপ্নগুলো তাই ভয়ংকর
অস্বাভাবিক বিচরনে।
থমকে গেছে জীবনের সাথে
প্রকৃতির রংগীন সাজ
ঝাউবনে তাই দেখা যায়না
চিরসবুজ কারুকাজ ।
মনের আকুলতায় নির্জীব
কপালে দেখা যায় ভাঁজ
জীবন যেনো স্থির ঠাই দাড়িয়ে,
নেই দুর্বার তেজ।


আলতাফ<3