সবে আল্লাহ আল্লাহ করো
আল্লাহ তায়ালার পথ বয়ে চলো,
সময়ের সাথে নাজাতের পয়সালা করো
আদর্শ মানব হলে একসাথে বলো ।
ধর্ম বলে- কর্ম করো
কর্ম বলে- জীবন গড়ো,
ইসলাম মেনে পথ চলো
সান্তীর পথে কথা বলো ।
কথায় কাজে ঠিক রাখো
মানব জাতীর সেবায় মাতো,
পূন্য কাজে আছে যত
হযরত মোহাম্মদ(সাঃ) এর মত ।
ভালো কাজ আছে শত শত
মন্দ কাজে গেলে হবে ক্ষত,
তার খুঁসিতে করো ভ্রত
যার হুকুমে মাথা নত ।
তিনি ঐ পারে দিবেন ঠাই
তার কোন শরীক নাই,
আশো মোরা তার গুনোগান গাই
খিদে পেলে যার খাবার খাই ।
জীবন মরণের মালিক যে
আখেরাতে বিচারক হবেন সে,
তিনি ছাড়া নাজাত দিবেন কে ?
জনম স্বার্থক সে- তার হুকুমে যেজন চলেছে ।।