চলবো বলেই চলছি এখন-চলতে হবে তাই
আগন্তুক এই চলার মাঝে-চলার মানে খুঁজে না পাই,
কেউ এই পথ-আবার কেউ হারায় রথ
কেউবা আমার মত খুঁজে বেড়ায়-জীবন চলার ব্রত।


সফলরাও খুঁজে ফিরে-সফলতার পথ
ব্যর্থরা হামাগুড়ি দিয়ে শুনে-সফলতার ব্রত,
চলে সবায় চলে-বয়ে চলে জীবন রথ
চলবো বলেই চলছি এখন-চলতে হবে পথ।


কেউ পথ দেখায়-কেউবা পথের সন্ধানে নিজেকে হারায়
কারো শুরু ঠেকে-কারো আবার হয় বাবা মা বোকে,
চলে সবায়-চলার তালে হোক আর মরার তালে
চলেছি বলেই চলছি এখন-চলতে হবে তাই।


চলার মানে আর বলার মানে-দু'টোই নিরর্থক মনে হয়
চলার জন্যে নাকি মানার জন্যে-বিধাতা পাঠিয়েছেন এ দরাই,
চলছে সবাই-নিজ স্বপ্ন বাসনায়
চলছি আমি-চলতে হবে তাই...🔛