তুমি ভাবছো-তুমি মানব

কেউ ভাবছে-তুমি দানব

কেউ নিত্য করছে-তোমায় স্বরণ

কেউ বা হাজার ফুলের মাল্য দিয়ে করবে-তোমায় বরণ

তবে কেনো পেলে তুমি একাকীত্বের জীবন

হয়তো তুমি পেতে দাফনের কাপন

স্বজন দেখতো তোমার জীবন যাপন

কষ্টের কালীমা থেকে মুত্তি পেতো তোমার ভাবান্তর মন

পূর্ণ হতো বাবার শেষ চাওয়া

মায়ের আবেগভরা ভালোবাসা

আপনজনের চরম কাছে যাওয়া

এইতো ইহকালীন জীবনের পরম পাওয়া

তুমি ভাবছো-সব সূধরে নিবে জীবনের প্রয়োজনে

সেই দিন হয়ত কেউ থাকবেনা-সময়ের ব্যবধানে

থাকবে তোমার আবেগ-থাকবে তোমার লেখা

স্রৌতারা বুঝে নিবে-তোমার আবেগভরা মনে অনেক বেশি ব্যাথা ।।।