সবায় আমায় তাড়িয়ে দিলে-
তোরা সাথে পালিয়ে বেড়াস

পৃথিবী আমায় ছেড়ে গেলে-
তোদের কাধে হবো লাশ

এগিয়ে যাওয়া'র পথে তোরাই'তো সব-
জানি তোরা তুলবি কলরব

তোরা ছিলি-তোরা আছিস-
তবে তোরাই'তো থাকবি ।।।।।।।