আমার ওষ্টির বেধীতে আবদ্ধ যত
আছে না বলা কথা শত শত
বলতে চাইলেই মনে পড়ে কত
চাওয়া না পাওয়ার অসীম খত ।
আমার মন পিন্জরে হারানোর গর্ত
আসন পাতলেই আছে অনেক শর্ত
হারিয়েছি একদিন-হারাবোনা আর
এখনই ভেবে নাও-তুমি হবে কার ?
আমার অন্ধকারে আলো জ্বালাবে সে
আলোর মাঝে অমাবর্ষায় হাত ধরে হাটবে যে
আরেক জন এসেছিলো-বলেছিলো তোমারই মত
কালো মেঘের গর্জনে হারাবেনা-ঝড় আসুক যত ।
তোমার মনে যদি থাকে অনেক বেশি আশা
আমার আছে তোমার জন্য ভুকভরা ভালোবাসা
জেনে রেখো-হৃদয় হলো বাঙ্গা খাঁচা
ইচ্ছে হলেই বাধতে পারো নতুন বাসা ।।